মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দোকানের আশপাশে বখাটেদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এতে কর্ম ক্ষেত্রে যাতায়াতকারী নারী ও স্কুল -কলেজগামী ছাত্র ছাত্রীদের স্বাভাবিক যাতায়াত মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। প্রায় তারা বখাটে তরুণদের হাতে নিগৃহীত হচ্ছেন।
দেশ চ্যানেলের অনুসন্ধানে জানা গেছে, মেহেন্দিগঞ্জ পৌর এলাকার পাতারহাট সরকারী মডেল বালিকা বিদ্যালয়, পাতারহাট মহিলা মহাবিদ্যালয়সহ মেহেন্দিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের স্কুল কলেজ ও মাদ্রাসার সামনে ইদানীং বখাটেদের উৎপাত চরম আকার ধারণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দলবদ্ধভাবে অবস্থান নিচ্ছে উঠতি বয়সী বখাটেরা। তারা পথে ঘাটে ছাত্রীসহ নারীদের উত্ত্যত্ত করে আপত্তিকর মন্তব্য করছে। এতে শিক্ষার্থীসহ নারী পথচারীরা বিব্রতবোধ করছেন। লোকলজ্জায় কেউই এর প্রতিবাদ বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার প্রার্থী হতে পারছেন না।কোন সচেতন মানুষ বখাটেদের প্রতিবাদ করে বাঁধা দিলে উল্টো প্রতিবাদকারীদের রোষানলে পড়তে হচ্ছে। বখাটেরা অনেক রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত অথবা কোন প্রভাবশালীর ছেলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর প্রধান ফটকের সামনে বা আশেপাশে বখাটেদের দৌরাত্ম্য মারাত্মক লক্ষ করা গেছে। নিরাপত্তার কথা ভেবে ছাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবকগন এসব বিষয়ে লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।এতে করে বখাটেদের কাছে জিম্মি হয়ে আছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা ইভটিজিং বন্ধে বিভিন্ন স্কুল – কলেজে গিয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনামূলক সভা করেছি।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ছাত্রীরা যেন নির্ভয়ে স্কুল – কলেজে যেতে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।