মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া থেকে বিপুল পরিমাণ জাটকা ও অবৈধ জাল উদ্বার করা হয়েছে।
গতকাল(১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুর ১টায় মৎস্য সম্পদ ধংসকারী বেহুন্দিসহ অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৪ বাস্তবায়নে লক্ষে এই অভিযান পরিচালনার মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ড্রাম ভর্তি বিপুল পরিমাণ জাটকা ইলিশ উদ্বার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন, বিসিজি স্টেশন, কালীগঞ্জ সিসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমরা সর্বদা বদ্ধপরিকর।