ঢাকাTuesday , 9 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন, ভুয়া মেজর গ্রেফতার। 

Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের ঘটনা ঘটেছে সেনাবাহিনীর ভুয়া মেজর রাশেদুল হক রুবেলের বিরুদ্ধে।

 

গতকাল (৮জুলাই) সোমবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডের কলেজ পড়ুয়া প্রেমিকার বাসা থেকে ভুয়া মেজর রুবেলকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকালে তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড,বিএনসিসি কার্ড ও মোবাইল ফোনসহ প্রতারনার বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃত ভুয়া মেজর রুবেলের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উলিপুর ইউনিয়নের আঃ কাদের সরদারের ছেলে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৫ মাস আগে মেহেন্দিগঞ্জ পৌরসভার খড়কি গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে ভুয়া মেজর রুবেলের মুঠোফোনে পরিচয় হয়।পরবর্তীতে রুবেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন।শুধু তাই নয় বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আপন ফুফাতো ভাই সংসদ সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রুবেল।পরবর্তী বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকায় বেড়ানোর কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময় শশুর বাড়ির পরিচয় দিয়ে ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে বেড়াতে আসেন মেজর পরিচয়দানকারী রাশেদুল হক রুবেল।

 

একপর্যায়ে ভুয়া মেজর রাশেদুল হকের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।পুশিল সোমবার রাতে প্রেমিকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুয়া মেজরের বিরুদ্ধে ধর্ষন ও প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী প্রেমিকা মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করে।

 

এদিকে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, রাশেদুল হক রুবেল ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে।তিনি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সে একেক জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে আসছে। বাড়ির ঠিকানাও বিভিন্ন জায়গার নাম বলেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST