মোঃ মশিউর রহমান সুমন।মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়ায় ইউনিয়নের শান্তির হাট কোলচর ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ইসলামি সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ১৬ ই ডিসেম্বর সকাল ৯ টায় মাদ্রাসা অডিটোরিয়াম হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক অবিরাম সাংস্কৃতিক সংগঠন মেহেন্দিগঞ্জ ও সাবেক শান্তির হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবু হানিফ সিকদার, অবিরাম সাংস্কৃতিক সংগঠনের সংগীত পরিচালক হাফেজ মুহাম্মদ হাফিজুর রহমান ও সহকারী সংগীত পরিচালক হাফেজ মুহাম্মদ সাইদুল ইসলাম।
সভাপতিত্ব করেন কোলচর ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সহসভাপতি মোঃ ফিরোজ বেপারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শান্তির হাট ফোরকানিয়া মাদ্রাসার মুহতামিম মওলানা এইচ এম আল আমিন।