মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কোলচর ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সয়ন(১০) কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মাওলানা আলামিনের বিরুদ্ধে।
স্থানীয় ও মাদ্রাসা ছাত্র সয়নের মা মোসাঃ সুমি বেগম জানান, সয়ন অসুস্থতার কারনে দুইদিন যাবত মাদ্রাসার অনুপস্থিত ছিলো।আজ (২০ নভেম্বর) বিকাল ৪টায় প্রতিদিনের ন্যায় মাদ্রাসা আসে। মাদ্রাসা আসার পর শিক্ষক মাওলানা আলামিন কোন কথা জিজ্ঞেস না করে তার হাতে থাকা লাঠি দিয়ে সয়ন উপযুক্তপরি পিটাতে থাকে। এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরবর্তীতে স্থানীয়রা সয়নকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তখন মাদ্রাসা শিক্ষক পালিয়ে যায়।
এদিকে আহত ছাত্র সয়নের বাবা জয়নাল সরদার ঘাতক শিক্ষকের উপযুক্ত বিচারের দাবী জানিয়েছেন।