রাসেল কবির//বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ৫নং ওয়ার্ডে লাইসেন্স বিহীন নসিমনের ধাক্কায় ইউসুফ (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ আলীগঞ্জ গ্রামের মোঃ মনির মৃধার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮ দিকে কালিকাপুর সরদার বাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
এসময় জাহাঙ্গীরের মালিকানাধীন নসিমনটি হেলপার রাকিব বালু নেওয়ার জন্য চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ইউসুফ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অদক্ষ চালকদের দিয়ে নসিমন-করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন বেপরোয়া ভাবে চালানো হচ্ছে মেহেন্দিগঞ্জে, অথচ প্রশাসনের তেমন নজরদারি নেই।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই মোঃ সুজন জানান, শিশুটির লাশ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

