মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব।সুতরাং একথা অনিয়ম যে, সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভুমিকাই প্রধান। সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অবিভাবক হিসাবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি,যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার ভিত তৈরি করা গেলে তা আরো বাস্তবমুখী ও গুনগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। জন্মের পর অসহায় শিশুকে শত প্রতিকূলতা পেরিয়ে মা -ই কথা বলতে, পথ চলতে শেখান। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভুমিকাই অপরিসীম।
আজ (২৮আগষ্ট) সোমবার সকাল ১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের করোনেশন হাইস্কুল কতৃক আয়োজিত সুবিধা বঞ্চিত দের সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজীরহাট আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এসময় তিনি সুবিধা বঞ্চিতদের মাঝে সহায়তা প্রধান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিবাবক, ছাত্র ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সুবিধা বঞ্চিত ও শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুয়াদ আহম্মেদ চৌধুরী।