ঢাকাSunday , 27 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মেহেন্দিগঞ্জে ৬ বছরেও সংস্কার হয়নি সেতু, দূর্ভোগে এলাকাবাসী।

    দেশ চ্যানেল
    August 27, 2023 5:28 am
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।
    মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তরইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রীজটি ৬ বছরেও সংস্কার হয়নি। সেতুটি বন্যায় হেলে পড়ে।এতে তরইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা ও এলাকাবাসী দূর্ভোগে পড়েন।তারা সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন অনেকবার। কিন্তু আজও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

    সরেজমিনে দেখা যায়, সেতুটির ডানদিকে হেলে পড়েছে। চরএককরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদ, ভুমি অফিস, হাটবাজার, ও সদর উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।

    স্থানীয়রা বলেছেন,২০১৮ সালের বন্যার পানির তোড়ে সেতুটি ডানদিকে হেলে পড়ে।তারপরও প্রয়োজনের তাগিদে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে চলাচল করে।উপজেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ে বারবার বলার পরও সেতুটি সংস্কার হয়নি।

    তরইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বলেন, প্রায় ৬ বছর ধরে এভাবেই পরে আছে ব্রীজটি। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে আমার বিদ্যালয়ের প্রায় ৫০০ শত ছাত্র ছাত্রী এই সেতু দিয়ে পারাপার হয়ে স্কুলে আসতে হয়। প্রতিদিনই ঘটে কোন না দূর্ঘটনা।ফলে অনেক ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এই এলাকায় প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এত মানুষের দূর্ভোগ নিরসনে সেতুটি মেরামতের দাবি জানাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST