মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কারের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খান। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এই ৫ আওয়ামিলীগ নেতাকে বহিষ্কার করা হয়। বহিস্কৃত নেতারা সবাই স্থানীয় স্বতন্ত্র এমপি পঙ্কজ নাথের অনুসারী বলে জানা যায়। উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তীতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ভিত্তিতে গতকাল (২৪ এপ্রিল) বুধবার এ বহিষ্কার কার্যকর করা হয়।
বহিস্কৃত নেতারা হলেন, মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দেলু, শাহে আলম বয়াতী, সোয়েব হোসেন সোহরাব ও মোঃ সাইফুল ইসলাম।
এদিকে ৫ নেতাকে বহিস্কারের খবরে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরন করেছেন।মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হলে কিছু পরগাছা পরিস্কার করতে হবে, তবেই উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত হবে।