মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন উপকারভোগীদর নিয়ে লাইভ ভেরিফিকেশন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পৌর এলাকার উপকারভোগী বয়স্ক নারী -পুরুষ, বিধবা, প্রতিবন্ধী সহ ভাতা প্রাপ্ত হাজারো সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন।
বুধবার (২০সেপ্টেম্বর) সকাল ১০টায় মেহেন্দিগঞ্জ পৌরসভা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুর ইসলামসহ পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সোয়েব হোসেন সোহরাব উপস্থিত ছিলেন।
পৌর এলাকায় বর্তমান সরকারের বিভিন্ন উপকার ভোগীদের যাচাই -বাছাই সহ সঠিক নিয়মে ভাতা প্রাপ্তি নিশ্চিত করনের লক্ষে আবেদনকারীদের সচেতনতাবৃদ্বির লক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর কোন সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেনি।কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।লক্ষ লক্ষ অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করছে বর্তমান সরকার। শেখ হাসিনা সরকার প্রধান হওয়াতে এই দেশের অসহায় সাধারণ মানুষগগুলো একদিকে যেমন সামাজিক মর্যদা পাচ্ছে অন্যদিকে অসহায় মানুষগুলো দু বেলা দু মুঠো খাবার খেতে পারছেন।আবার সরকার গঠন করতে পারলে এই ভাতার পরিমান বৃদ্ধি করবেন শেখ হাসিনা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার ও বঙ্গবন্ধুর নৌকার পক্ষে থাকার আহবান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও পৌর কাউন্সিলর নুরুল হক জমদ্দার।