ঢাকাSunday , 11 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জ – হিজলা মধ্যবর্তী মেঘনা নদীতে নৌকা ডুবি ৪ জেলে নিখোঁজ।

দেশ চ্যানেল
January 11, 2026 2:42 pm
Link Copied!

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা ৫ জেলের মধ্যে একজন বেঁচে ফিরলেও বাকী ৪জন এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলেন, ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭), নয়ন (১৯)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার সময় হিজলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ফিরে আসা জেলে শামিম হোসেন দিদার (২৫)। সে ঐ এলাকার শাহজাহান দিদারের ছেলে। শামিম হোসেন দিদার বলেন, শুক্রবার রাতে ৫ জন জেলে একটি নৌকা নিয়ে বাড়ির পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ঘটনার রাতে তারা জাল পেতে নোঙর করা নৌকায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টার সময় ঘুমন্ত অবস্থায় সকলে নদীতে ছিটকে পড়েন। পড়ার সাথে সাথে তারা তীরে উঠার জন্য সাঁতরাতে থাকেন। একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অপর জেলেরা আর উঠতে পারেননি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না তিনি। তবে তার ধারনা লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মোঃ এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পাশ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার সংবাদ মাধ্যমকে বলেন, আমি ঘটনার পরের দিন দুপুরে সংবাদটি পেয়েছি। তাৎক্ষণিক হিজলার নৌ-পুলিশকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের ব্যবস্থা নিতে বলেছি।নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। বরিবার সন্ধ্যা ৬টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ৪ জেলে কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান, কালিগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মোঃ এনামুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST