মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশাল জেলার কাজিরহাট থানা ২ নং লতা ইউনিয়নে চর সোনাপুর গ্রামের রোমান ওরফে নোমান, পিতা- মোঃ রতন খাঁ গতকাল (২মার্চ) শনিবার রাত্র আনুমানিক আট ঘটিকার সময় মিয়ার হাট বাজার সংলগ্নে হিন্দু পাড়া এলাকা থেকে বরিশালের ডিবি পুলিশের চৌকস অফিসার ওবাদুরের নেতৃত্বে একটি টিম রুমান কে ২ কেজি গাজা সহ হাতেনাতে আটক করেন।
অতঃপর কাজিহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন, রোমান দীর্ঘদিন কাজিরহাট থানা হিজলা মুলাদীসহ বিভিন্ন এলাকায় মাদক সাপ্লাই দেন এবং ওর বিরুদ্ধে কাজিরহাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়, রোমান ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর অন্যান্য মাদক ব্যবসায়ীরা আত্নগোপনে রয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিনের সাথে আলাপ করলে তিনি জানান রোমান ভাল লোক না ওর ব্যাপারে নারি কেলেঙ্কারি হতে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায় এবং রুমানের বিরুদ্ধে কাজিরহাট থানায় একটি দর্শন মামলা আছে বলে জানা যায়।