মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্মরনীয় দিন হিসেবে যথাযথ মর্যাদায় আজ বৃহস্পতিবার দেশজুড়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হচ্ছে।
১৯৭১ সালে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনকে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রের সামনে যে যুগান্তকারী ভাষন দিয়েছেন, তাতে উদ্বুদ্ধ হয়ে বাংলার দামাল ছেলেরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন।
লক্ষাধিক স্বাধীনতাকামী জনতার সামনে বঙ্গবন্ধু তার ১৯ মিনিটের অসামান্য ভাষনে শোষক পাকিস্তান সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য অসহযোগ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। তারাই ধারাবাহিকতায় আজ (৭ মার্চ) সকালে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, আঃ জব্বার কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক ফিরোজ গোলদার, উপজেলা কৃষকলীগের সভাপতি শংকর চন্দ্র, সাধারণ সম্পাদক এইচ এম নোমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক শাহে আলম বাঘা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারিসহ মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।