মোঃ মশিউর রহমান সুমন।মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে নদীর মধ্যেসীমানা থেকে প্রতিদিন প্রায় এক লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে।
এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদী এলাকা। এছাড়াও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এ অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি মেহেন্দীগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন নদী থেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন সরকারী গোডাউনের পাশ থেকে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাকিল হাওলাদার বালু উত্তোলন করছেন।
এদিকে মেহেন্দীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা বলেন, আমরা একদিন গিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি। কিছুদিন পর আবার চালু করছে। আমরা মেহেন্দীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর আহম্মেদকে বিষয়টি জানিয়ে দিয়েছি স্যার ব্যবস্থা গ্রহন করবেন।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, আমরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের তথ্যের ব্যাপারে অবগত আছি। বিভিন্ন স্থানে কোষ্টগার্ড ও নৌ -পুলিশের মাধ্যমে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।