ঢাকাThursday , 14 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মেহেন্দীগঞ্জে নদী থেকে অবৈধভাবে ড্রেজিার মেশিন দিয়ে বালু উত্তোলন। 

    দেশ চ্যানেল
    March 14, 2024 11:52 am
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।

    বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে নদীর মধ্যেসীমানা থেকে প্রতিদিন প্রায় এক লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে।

     

    এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদী এলাকা। এছাড়াও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এ অবৈধভাবে বালু উত্তোলনের স্থানটি মেহেন্দীগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন নদী থেকে।

     

    সরেজমিনে গিয়ে দেখা যায়, চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংলগ্ন সরকারী গোডাউনের পাশ থেকে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাকিল হাওলাদার বালু উত্তোলন করছেন।

     

    এদিকে মেহেন্দীগঞ্জ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা বলেন, আমরা একদিন গিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি। কিছুদিন পর আবার চালু করছে। আমরা মেহেন্দীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর আহম্মেদকে বিষয়টি জানিয়ে দিয়েছি স্যার ব্যবস্থা গ্রহন করবেন।

     

    এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, আমরা অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের তথ্যের ব্যাপারে অবগত আছি। বিভিন্ন স্থানে কোষ্টগার্ড ও নৌ -পুলিশের মাধ্যমে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST