মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খরকী গ্রামের নেশার টাকা না পেয়ে নিজ বসত ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নেশাগ্রস্ত যুবক মৃত নারায়ণ ঢালীর ছেলে মিঠুন ডালি (২৫)। ছেলেকে নেশার টাকা না দেওয়ায় নিজ বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।
এদিকে আগুন যাতে কেউ নেভাতে না পারে সেজন্য ঘরের দরজায় দা নিয়ে দাঁড়িয়ে থাকে মিঠুন।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।