ঢাকাSaturday , 1 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মোবাইলে সিম চুরি, পরে ইমো হ্যাক করে টাকা দাবি।

    দেশ চ্যানেল
    February 1, 2025 10:15 am
    Link Copied!

    মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি,

    যশোরের ঝিকরগাছার বড় বাজারে, ঝিকরগাছা কাঁচা বাজারের আব্দুল হাকিম ভান্ডার এর, মেজো ছেলে মো: বাপ্পি হোসেন এর মোবাইল নষ্ট হলে, আনিকা টেলিকম,হাজী মোবারক আলী মার্কেট মো:আনারুল ইসলাম এর দোকানে মোবাইল ঠিক করতে দিয়ে আসেন, আসলে হ্যাকার মো:আকাশ (১৮)পিতা বিল্লাল হোসেন, গ্রাম পিপলা গাছা, থানা শার্শা, জেলা যশোর, সে মোহাম্মদ আমি দোকান থেকে সিমটা কৌশলে চুরি করে নিয়ে যায়, পরবর্তীতে মো:বাপ্পি হোসেনকে, আনুমানিক রাত ১১ টার দিকে ফোন দিয়ে,বলে আমি আপনার ইমো,বিকাশ এবং ব্যাংক একাউন্ট হ্যাক করেছি, আমাকে দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করুন, না করিলে আপনার ব্যাংক, বিকাশ, নগদের যে সকল টাকা আছে সবকিছু আমি নিয়ে নেব, মোহাম্মদ বাপ্পি হোসেন সাব জানিয়ে দেয়, যে আমি একটি টাকাও দিতে পারিব না, পরবর্তীতে হ্যাকার বারবার তাকে বিরক্ত করতে থাকে, সকালে বাপ্পির এক পরিচিত চাচা মো:সাদ্দাম হোসেন (ইকবাল) কে হ্যাকার ফোন দিয়ে বলেন, আমি বাপ্পির খালাতো ভাই বলতেছি বাপ্পি দশ হাজার টাকা বিকাশে দিতে বলছে, মো:সাদ্দাম হোসেন হ্যাকার কে বলেন আপনি বাপ্পির কাছে ফোনটা দেন, আমি বাপ্পীকে সাথে কথা বলে টাকা দিচ্ছি, সে বলল বাপ্পি আমার কাছে নাই, আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি এই নাম্বারে এখনি আপনি টাকা পাঠিয়ে দিন, পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করায় সে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন, মো সাদ্দাম হোসেন বাপ্পির কাছে টাকার বিষয়ে জানতে চাইলে বাপ্পি বলেন আমার ইমো হ্যাক করা হয়েছে, আপনারা কেউ টাকা দিবেন না, বাজারে এসে বাপ্পি বিষয়টা তার পিতা এবং ভাইদেরকে জানাই, এতে করে বাপ্পি সহ তার ভাইরা আনিকা টেলিকমে মোঃ আনারুল ইসলামের কাছে যান, যে বিষয়টা জানান, আনারুল ইসলাম তৎক্ষণাৎ তিনি নতুন একটা সিম নিজ খরজে তুলে দেন, এবং এই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে, ঘটনা ক্রমে উক্ত চোর আজকে ০১/০২/২০২৫ তারিখে , ১টার দিকে ঝিকরগাছা আনারুল ইসলামের দোকানে আসেন, আনারুল ইসলাম চোর কে চিনতে পারেন এবং সঙ্গে সঙ্গে বাপ্পী কে খবর দেন, বাপ্পি, আনারুল সহ আশে পাশে মানুষ এসে হ্যাকার কে ধরে, এরপরে হ্যাকার সবকিছু স্বীকার করেন। হ্যাকার এর কাছ থেকে তার বড় ভাইয়ের নাম্বার নিয়ে মুঠোফোনে যোগাযোগ করলে, তার বড় ভাই বলেন সে একটা নেশাখোর তার জ্বলায় অতিষ্ঠ হয়েচি, আপনারা তাকে পুলিশের কাছে দিয়েন না, তাকে চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেন, তিনি খুব অনুরোধের সাথে বলেন, কি করবো ভাই আমি অতিষ্ট হয়ে যাইতেছি আমার এ ভাইয়ের জন্য, তাকে দেখে নেশাখোর প্রকাশ হয়েছে বলে, বাজারের জনতা তাকে চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST