ঢাকাSunday , 16 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মোরেলগঞ্জে অস্ত্রেরমুখে বিধবা গৃহিনীর গরু লুটের অভিযোগ।

    দেশ চ্যানেল
    February 16, 2025 1:55 pm
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা

    বাগেরহাটের মোরেলগঞ্জে আগ্নেয়াস্ত্রের মুখে গরু ও ছাগল লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৬ফেব্রুয়ারী) বিকেলে মোরেলগঞ্জ থানায় আগ্নেয়াস্ত্রের মুখে গরু ও ছাগল লুটের অভিযোগ দায়ের বরেছেন ভুক্তোভোগি মন্টু হাওলাদারের স্ত্রী রিনা খানম।বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

    শনিবার (১৫ফেব্রুয়ারী) দিবাগত সন্ধা ৭টার দিকে উপজেলার খারইখালী গ্রামের মৃত মন্টু হাওলাদারের বাড়িতে ওই লুটের ঘটনা ঘটে। সশস্ত্র দুর্বত্তরা হানা দিয়ে ৪টি গরু ও ১টি ছাগল নিয়ে যায়। যার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ ঘটনায় গতকাল রবিবার একই এলাকার সোহাগ কাজী ও হাসিব কাজীসহ ৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন মন্টু হাওলাদারের স্ত্রী রিনা খানম।

    অপরদিকে গরু ও ছাগল লুটের অভিযোগে গতকাল বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত বিধবা গৃহিনী রিনা বেগম। তিনি বলেন,একই গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক কাজীর ছেলে সোহাগ ও হাসিব কাজীর নেতৃত্বে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ৪টি গরু ও ১টি ছাগল লুট করে নিয়ে যায়।

    এব্যাপারে সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক কাজী বলেন,ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দোষরা পরিকল্পিত ভাবে আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য চক্রান্ত চালাচ্ছে।এটি তার বহিঃপ্রকাশ বলেও জানান তিনি।

    এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, গরু ছাগল কেড়ে নেওয়ার ঘটনা শুনেছি। নিকটস্থ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু উদ্ধারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST