ঢাকাThursday , 18 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খাল পড়ে কৃষকলীগ নেতা নিহত।

দেশ চ্যানেল
July 18, 2024 1:59 am
Link Copied!

হারুন শেখ নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট জেলা।।

বাগেরহাটের মোরেলগঞ্জ সড়ক দুর্ঘটনায় আতিয়ার হোসেন খান (৫২) নামে এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। নিহত আতিয়ার হোসেন খান উপজেলার বলইবুনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে ও রহমান দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার (১৭ জুলাই) ভোর ৫ টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহনের ধাক্কায় ভ্যানগাড়িসহ খালে পড়ে সে নিহত হয়। তার স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আকরাম হোসেন শেখ বলেন, সকাল ৬ টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকায় খাল থেকে আতিয়ার রহমানকে ভ্যানগাড়ি চাপা পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের সহযোগীতায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নীজের ভ্যানগাড়ি চালিয়ে কালিকাবাড়ি বাজারে যাবার সময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের ধাক্কায় সে ভ্যানগাড়িসহ খালে পড়ে নিহত হয়।

তিনি আরো বলেন, আতিয়ার রহমান দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ও একজন আদর্শ কৃষক ও ডাব ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরমী রায় বলেন, আতিয়ার রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মৃত্যুর কারন হিসেবে সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হয়েছে জরুরি বিভাগের রেজিষ্ট্রারে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আতিয়ার রহমানের মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ নেই এবং সড়ক দুর্ঘটনারও কোন প্রমান পাওয়া যায়নি। সে কারনে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST