মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
২৯ (ডিসেম্বর) ২০২৩, রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানাধীন চুনখোলা পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) এস.এম. আল-আমিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এএসআই রবিউল ইসলাম ও কনস্টেবল রফিকুজ্জামান সহ অভিযান পরিচালনা করিয়া অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ, নগরকান্দি গ্রামের জনৈক কালু রবিদাশ (৬০), পিতা – রামপ্রিত রবিদাশ এর উত্তর দুয়ারী টিনের চাল ও বেড়া বিশিষ্ঠ রান্নাঘরের উত্তর-পশ্চিম কোণ হতে একটি নীল রঙের ড্রামে রক্ষিত অনুমান ১০ লিটার চোলাইমদ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় এবং আসামী কালু রবিদাশ (৬০), পিতা – রামপ্রিত রবিদাশকে গ্রেফতার করেন। পরবর্তীতে সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব, তাহমিনা সুলতানা নীলা, তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন। উক্ত আসামিকে মোল্লাহাট থানা বাগেরহাট কারাগারে প্রেরণ করেন।