মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন এর আওতায় ৬০ জন কৃষক/কৃষাণী’কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান প্রমুখ।