মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে শনিবার ৯ (ডিসেম্বর) নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং ব্যাপ্টিস্ট ও ব্র্যাকের সহযোগিতায় পালিত উক্ত দিবসে মানববন্ধন আলোচনা সভা, জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া জামান, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমেদ পিকিং, মাসুদ মীর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন ।