মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট মোল্লাহাটে ২২(জানুয়ারি)২০২৪ সোমবার দুপুর ১২ ঘটিকা হতে ২ ঘটিকা পর্যন্ত চর কুলিয়া স্থানীয় লায়লা আজাদ কলেজে প্রায় দুই শত ছাত্র-ছাত্রীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপদ সামাজিক কর্মশালা অনুষ্ঠিত হয়। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সাইবার অপরাধ ও প্রতিরোধ নিয়ে বিভিন্ন আলোচনা করেন। (১) সাইবার অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে কোনগুলো (২) ফেসবুক, টুইটার, ইমেইল, ওয়েবসাই, হোয়াইট অ্যাপ, বর্তমান প্রচারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইনি নজরদারি রাখা। যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত অসৌজন্যমূলক আচরণ এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, তা নিয়ে বিশদভাবে আলোচনা করে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ। দুই ঘন্টা ব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয। থানা অফিসার ইনচার্জ ছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।