ঢাকাTuesday , 16 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন।

দেশ চ্যানেল
December 16, 2025 6:58 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও জেলা বিএনপিসহ আরো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ হয়ে ওঠে শ্রদ্ধা ও ভালোবাসার মিলনমেলা।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST