মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫সেপ্টেম্বর (সোমবার) বিকালে লাউজানী কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা যুব জমায়েতের সভাপতি আবিদুর রহমান।
যুব জামায়াতের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
যুবকদের মাধ্যমে ইসলামের পক্ষে কাজ করার বিশাল সুযোগ এসেছে। আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান,ঝিকরগাছা ইউনিয়ন আমির মাওলানা ইমদাদুল হক।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন,সাধারণ মানুষ চাঁদাবাজি টেন্ডারবাজি দেখতে চায় না, জুলুম নির্যাতন দেখতে চায় না। যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না।
এসময় বক্তব্য রাখেন,বাঁকড়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুল আহাদ,হাজিবাগ ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আল আমিন , উপজেলা যুব বিভাগের টিম সদস্য ফিরোজ শাহ, জহিরুল ইসলাম উপজেলা যুব জামায়াতের টিম সহকারী, তরিকুল ইসলাম, বিল্লাল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ অতিথিবৃন্দ।