শার্শা উপজেলা প্রতিনিধি
আজ ২৬এ মার্চ ২০২৫সকাল ১০টায় যশোরের শার্শা উপজেলার, নাভারণ সেবা ক্লিনিক থেকে শুরু করে নাভারণ সাতক্ষীরা মোড়ে এসে উক্ত র্যালিটি শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আজিজুর রহমান (নমুনি যশোর ১শার্শা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী)
বিশেষ অতিথি মাওলানা হাবিবুর রহমান নায়েবি আমীর বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা, অধ্যাপক ফারুক হাসান আমীর বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলা, এডভোকেট জাহাঙ্গীর আলম সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলা, আবু কালাম আজাদ সভাপতি যুব সংগঠন শার্শা উপজেলা জামায়াতে ইসলামী,সহ প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশ স্বাধীন ৭১এ হয়েছে তবে বিগত ৫৩বছরেও যারা বাংলাদেশকে পরিচালনা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে হরন করেছে,বাংলাদেশকে সব সময় ভারতের তাবেদারীতে রেখেছে,আর বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এই দেশকে মনে প্রানে ভালোবাসে।
আর বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ৭১কে ধারণ করে ২৪কে লালন করে, দেশের সার্ভোমত্তকে রক্ষা করতে নিজেদের জীবন দিতে সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।
আমরা আর কারো কাছে দেশকে তাবেদারী করতে দিবোনা, কোনো বৈষম্য থাকবেনা আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ।