শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের শিক্ষাঙ্গনে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দিনভর ছিল ব্যস্ততা ও উৎসাহের আমেজ। ইউনিয়নের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যশোর-৮৫/১ শার্শা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
সকাল ১০টায় উলাশী মাধ্যমিক বিদ্যালয় থেকে সফরের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে উলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলদাহ টি.আর.এস. মাধ্যমিক বিদ্যালয়, ধলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাউতাড়া রাবেতাতুল উলুম দাখিল মাদরাসা, লাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কন্যাদাহ দাখিল মাদরাসা পরিদর্শন শেষে কর্মসূচি শেষ হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি শার্শা উপজেলা জামায়াতে ইসলামী ও ৯ নং উলাশী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, এবং মাওলানা শেহের শাহ, সভাপতি উলাশী ইউনিয়ন জামায়াতে ইসলামী। টিমের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মেরাজ হোসেন, শাহাব উদ্দিন, আলমগীর হোসেন, ওয়ালিদ হাসান প্রমুখ।
প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করে মাওলানা আজিজুর রহমান শিক্ষা ব্যবস্থার সমস্যা ও চাহিদা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি অঙ্গীকার করেন, “শার্শা উপজেলাকে দখলদার, চাঁদাবাজ, লুটপাট ও সন্ত্রাসমুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”