যশোর প্রতিনিধি
আজ ১৯ই ফেব্রুয়ারি বিকাল ৩টায় জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে, যশোরে মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা, যশোর টাউনাল ময়দান থেকে মনিহারে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জনাব গোলাম রসুল, আমীর, বাংলাদেশ জামাতে ইসলামী, যশোর জেলা, মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর,সহ প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিলের লক্ষ মানুষের ঢল দেখা যায়, এসময় বক্তারা বলেন, আমরা এটিএম আজহার ভাইয়ের মুক্তি চাই, এই বাংলাদেশের বুকে আমার ভাই থাকবে ভিতরে এটা মেনেনিবেনা যশোর বাসি,অবিলম্বে আজহার ভাইয়ের নিঃশর্তে মুক্তি দিতে হবে।