মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাস হতে ৬ কেজি গাঁজাসহ মাহাবুব(৪০)নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে মানিকপুর বিশনন্দি ফেরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।অভিযান প্রসঙ্গে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু বলেন-আমরা গোপন সংবাদের ভিত্তিতে মানিকপুর বাজারস্থ বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করি।এসময় ঐ এলাকার মেসার্স হাসু এন্টারপ্রাইজের সামনের রাস্তায় দাড়ানো যাত্রীবাহী একটি বিআরটিসি বাসে অভিযান পরিচালনা করে মাহাবুব নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত মাদক কারবারি মাহাবুবের নিকট হতে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)আহসানউল্লাহ বলেন-ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত মাদককারবারির বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।