ঢাকাWednesday , 10 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে আহত-৫-

দেশ চ্যানেল
July 10, 2024 5:24 pm
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ড ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন যাএী আহত হয়েছে।বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনাটি ঘটে।অগ্নিকাণ্ডে আহতরা হলেন-সেকান্দার আলী ও তার মেয়ে,মেয়ের জামাতা ও নাতি-নাতনী। সেকান্দার আলী প্রবাস থেকে এসে পরিবার নিয়ে লক্ষীপুরে যাচ্ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়-ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) সকাল আনুমানিক ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে যায়।পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও আশপাশের স্থানীয়রা মাইক্রোবাসটির জানালা ভেঙ্গে তাদের উদ্ধার করে তাৎক্ষণিক রায়েরবাগ ইসলামী হাসপাতালে নিয়ে যায়।কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান-আমরা অগ্নিকাণ্ড ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছাই,আমরা আসার পূর্বেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পারি,সেকান্দার আলী নামে এক ব্যাক্তি প্রবাস থেকে ফিরছিলেন।এ সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোল প্লাজার সামনে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনার বিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST