বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
দ্রব্যমূল্যর উর্ধ্বগতির বাজারে আসন্ন রমজান মাস ও সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনায় রেখে সরকার ভর্তুকি মূল্যয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সংস্থার মাধ্যমে প্রায় এক কোটি পরিবারের মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ফের শুরু হয়েছে টিসিবি পন্য বিতরণ কার্যক্রম। তবে বরাবর তিন সামগ্রীতে সীমাবদ্ধ থাকলেও এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে চিনি, ছোলা, খেজুর সাথে চাল ডাল তেল তো থাকছেই।
বিষয়টি গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, নিম্ন আয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে সারা দেশের সাথে খুলনা মহানগরীর বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা শুরু করেছে।
যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম আজ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে।
এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্য তেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম পড়বে ১৫৫ টাকা।
অন্যান্য বিভাগীয় শহর ও কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অতি দ্রুত শুরু হবে বলেও জানিয়েছে টিসিবি। একই সাথে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) সংস্থার খুলনা বিভাগীয় চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন টিসিবি পণ্য কোন ধনী ব্যক্তিদের জন্য নয় এর পণ্যগুলি শুধুমাত্র দেশের নির্মম মধ্যবিত্ত আয়ের এবং দৈনন্দিন খেটে খাওয়া মানুষদের কথা বিবেচনায় রেখে এই পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে তবে পণ্য বিতরণ কালে কোন ডিলার গরিবের প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্চিত এবং অনিয়ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনকি লাইসেন্স বাতিল হতে পারে।