ঢাকাWednesday , 22 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে পরিবর্তন আনতে তরুণদের অংশগ্রহণ জরুরি: নওশাদ জমির।

দেশ চ্যানেল
October 22, 2025 4:37 pm
Link Copied!

মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে এখন একটি পরিবর্তনের ধারা শুরু হয়েছে। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও অগ্রসর। নেতারা যা বলবেন, তাই হবে—এমন সময় আর নেই।”

তিনি বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন মুহূর্তেই সব খবর জানতে পারে। তাই দেশ গঠন ও রাজনৈতিক পরিবর্তনে তরুণদের মতামত ও অংশগ্রহণ অপরিহার্য।”

ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন, “তরুণদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি জানতে আমরা একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে নবীনরা লিখবে—‘২০৫০ সালের বাংলাদেশ ও আমার জেলা পঞ্চগড়কে তারা কেমন দেখতে চায়।’ তরুণদের এই চিন্তা-ভাবনা থেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”

‘ঘরে ঘরে, জনে জনে’ শিরোনামে বিএনপির গণসংযোগ কর্মসূচির নবম দিনের মতো বুধবারও জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “একটি প্রথম শ্রেণির পৌরসভা হয়েও পঞ্চগড়ে গত ১৯ বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট এখনো কাঁচা, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত। পৌরবাসীর সঙ্গে কথা বলে আমরা এসব সমস্যা জেনেছি। বিএনপি ক্ষমতায় এলে আধুনিক পৌরসভা গঠনে আমরা কাজ করবো।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST