পুঠিয়া থানা প্রতিনিধি মুন্না আলী( রাজশাহী )
কয়েকদিন থেকে শীতের তীব্রতা বেড়ে গেছে।সারাদিন সূর্যের দেখা মিলছে না ঘন কুয়াশায় আবৃত হয়ে থাকছে সবকিছু। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এক্ষেত্র পলিথিনের আস্তরণ দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কুয়াশার কারণে চারা গুলো তাপ ধরে রাখতে না পারার কারণে হলুদ হয়ে যাচ্ছে।
তাপমাত্রা কমে যাওয়ায় চার গুলো মরে যাচ্ছে। ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে বড় মৌসুমে ধানের আবাদের ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন রাজশাহী বোরো চাষিরা। বর্তমানে চাষিরা বড় ধানের চারা প্রস্তুত করছেন। কিন্তু কুয়াশার কারণে বড় ধানের চারা নষ্ট হয়ে যাচ্ছে। হলুদ এবং সাদা রং ধারণ করে বীজতলার চারা বেড়ে উঠছে না। তাই শিশির ভেজা চারা গুলো ঢেকে রাখতে হচ্ছে পলিথিনের আস্তরণ দিয়ে। চাষিরা বলছেন এভাবে চলতে থাকলে বোরোর আবাদে বেশ ক্ষতির মুখে পড়তে হবে তাদের।
পুঠিয়ার এক বোরো চাষি জানান শীতের কারণে বোরোর চারা রাতের বেলা পলিথিন দিয়ে ঢেকে রাখি দিনের বেলা রোদের সময় পলিথিন সরিয়ে ফেলি কিন্তু এখন তো দিনের বেলা কোনো রোধ নেই তাই দিনের বেলা অনেকটা সময় পলিথিন দিয়ে রাখতে হয় তাই অনেক চারা মারা যাচ্ছে। তিনি জানান অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে এবারে বোরোর আবাদে।