মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া উপজেলা বেলপুকুর ইউনিয়নের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা শমসেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপরে দোমাদী প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ আগষ্ট শুক্রবার দোমাদী সরকার প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে বিভিন্ন জিনিস ও টাকার লোভ দেখিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করেন বেলপুকুর ইউনিয়নের দোমাদী ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শমসের আলীর । তার মতো এমন কাজ যেন আর কেউ না করতে পারে এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এই মানববন্ধন থেকে। মানববন্ধনে উপস্থিত স্কুলের ছাত্র/ছাত্রীদের দাবি এমন শিশু ধর্ষণ চেষ্টাকারি শমসেরকে দ্রুত আইনের তার ফাঁসির দাবি করেন।
শমসের আলীর বিরুদ্ধে এর আগেও একই কাজের জন্য প্রলোভন দেখিয়েছে বলে জানান অভিযোগকারি। এই ঘটনার জন্য গত বুধবার (২০ আগষ্ট) অভিযোগ উঠলে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করার জন্য বুধবার বিকালে সালিশ ডাকা হলেও তিনি উপস্থিত হয়নি। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবিতে রাত ১০ টার দিকে বেলপুকুর থানায় হাজির হয়ে মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেন। এবং তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্ত শমসেরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি পালিয়েছেন।
জামায়াতে ইসলামীর বেলপুকুর থানা আমির মকবুল হোসেন জানান, বিষয়টি আমরা জানার পরে গিয়েছিলাম এবং জেলা আমিরকে জানিয়েছি, সংগঠনের পক্ষ থেকে কমিটি করে তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত শমসের আলী ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ১নং ওয়ার্ডের জামাত মনোনিত মেম্বার প্রার্থী।
এব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । তদন্ত শেষে আইনি ব্যবস্থা