ঢাকাMonday , 15 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে লাঞ্ছিত করার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন। দোষীদের গ্রেফতার দাবি।

দেশ চ্যানেল
September 15, 2025 4:05 pm
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদল ও ধোপাপাড়া মোহনপুর আলিম মাদ্রাসা ছাত্রদল ও ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদের আয়োজনে, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির কে গতো ১১ তারিখ রোজ বৃহস্পতিবার বানেশ্বর হাট ইজারাদার ও ঈগল মার্কা বিএনপি অকট্য ভাষায় গালাগালি এবং গায়ে হাত তোলা ও লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায় গত ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে একটি গর্ভবতী অসুস্থ গরু জবাই করা হয় । গরুর গর্ভে বাচ্চা থাকার খবর আসে পাশে ছড়িয়ে পড়লে সেখানে উপস্থিত হোন গণমাধ্যম কর্মীরা। সেখানে উপস্থিত লোকজনের বক্তব্য নেওয়ার সময় সেখানে উপস্থিত পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ কে প্রশ্ন করা হলে তিনি হাট ইজারাদার ও মালিক সমিতির অনিয়মের অভিযোগ করলে সেখানে থাকা ইজারাদার ও মালিক সমিতি তার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গায়ে হাত তোলা হয় ‌ । এ ঘটনায় পরদিন ভুক্তভোগী একটি সংবাদ সম্মেলন করেন ।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানান উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করার দাবি জানান নেতাকর্মীরা।

তারা উপজেলা বিএনপি ও জেলা বিএনপির কাছে সঠিক তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান। এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান  এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন,ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল হোসেন, ধোপাপাড়া আলীম মাদ্রাসা ছাত্রদলের সভাপতি রিদয় আলী , সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, তাহের পুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, পৌর ছাত্রদল নেতা মাহামুদুল, হিমেল, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মতিউর মুন্না , ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলাম রাসা ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদল নেতা কাউসার আলী , জনি আহমেদ সহ আরো অনেকে ‌।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন বানেশ্বর বাজারে অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রদলের আহ্বায়ক কে লাঞ্ছিত কারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST