ঢাকাSunday , 11 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী দুর্গাপুরে চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার থেকে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫-

Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে পরকীয়াজনিত বিরোধ ও গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. আলামিনসহ পাঁচজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ মে ভোর রাত ৪টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. আলামিন (৩৫), মো. শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মো. মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। তারা সবাই রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা।

অভিযানে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।

১৩ এপ্রিল এক নারী পরকীয়ার জেরে প্রেমিক মো. ইসমাইলের বাড়িতে গিয়ে অবস্থান নেন। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্ত্বর মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আসামিরা। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST