বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
খুলা সিটি কর্পোরেশন নির্বাচনের দীর্ঘ পাঁচ মাস পর স্থানীয় সরকারের সাংবিধানিক মতে ১১ অক্টোবর কোন জাঁকজমকতা ছাড়াই অনানুষ্ঠানিকভাবে খুলনা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি নগর পিতার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বারবার নির্বাচিত খুলনার সফল মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
পাশাপাশি প্যানেল মেয়র পদের জন্য দৌড় ঝাঁপে রয়েছে বেশ কয়েকজন কমিশনার।
মেয়র এর দায়িত্ব গ্রহণের ব্যাপারে কেসিসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামীকাল বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির সাধারণ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। সভার শুরুতেই প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন মেয়র।
দায়িত্ব গ্রহণের ব্যাপারে নিজ প্রতিক্রিয়ায় তালুকদার আব্দুল খালেক গণমাধ্যমকে জানিয়েছেন দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ জনগণ আমাকে ভোট দিয়ে এখানে বসার অধিকার দিয়েছে তাই জনগণের সেবার উদ্দেশ্যে আমার সকল কার্যক্রম অগ্রযাত্রা ১১ অক্টোবর থেকে শুরু হবে।
যা চলমান থাকবে আগামী পাঁচ বছর যাবৎ।
তিনি আরো বলেন নগরীতে অসম্পূর্ণ অনেক কাজ বাকি রয়েগেছে সেগুলো করতে হবে। জনগণকে যে ওয়াদা আমি দিয়েছি সেগুলো পালন করে তাদের বোঝাতে হবে বঙ্গবন্ধুর সৈনিকেরা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক দেশের জন্য তারা নিবেদিত প্রাণ।
দেশকে ভালোবাসে দেশের কাজে তারা নিজেকে উৎসর্গ করে দিতে ও কার্পণ্যতা করে না।
সাথে একনিষ্ঠতা এবং আন্তরিকতা দিয়ে কাজ করে দেশের উন্নয়নের ক্ষেত্রে অগ্রভূমিকা রাখতে জানে।
তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী পদে বহাল রেখে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে এবং খুলনার জনগণের স্বপ্ন পূরণ ও তাদের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে আজকে আমার এই সিটি কর্পোরেশনের সিটি মেয়র পদে দায়িত্ব গ্রহণ করা। অতএব অতি সাধারণ
সভায় সুধীজনদের অংশগ্রহণের মাধ্যমে কাউন্সিলররা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যর মধ্যো দিয়ে প্রথম সভা শেষ হবে।
এর মধ্য দিয়েই নতুন পরিষদের পাঁচ বছরের মেয়াদ গণনা শুরু হবে।
এদিকে নতুন পরিষদের প্যানেল মেয়র হতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন কয়েকজন কাউন্সিলর এরই মধ্যে কাউন্সিলরদের কাছে ভোট চাওয়া দলীয় নেতাদের সাথে যোগাযোগ সংসদ সদস্য এবং নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক এর সমর্থন পেতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
এদিকে কেসিসি ৩১ টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন এবং ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী কাউন্সিলর রয়েছেন।
এই ৪১ থেকে তিনজনকে প্যানেল মেয়র নির্বাচিত করা হবে এর মধ্যে প্যানেল মেয়র ১ও ২ তে পুরুষ এবং প্যানেল মেয়র ৩ পদটি নারীদের জন্য সংরক্ষিত।
প্যানেল মেয়র পদটি সম্মানজনক।
কর্পোরেশনের বিভিন্ন সভা ও অনুষ্ঠানে প্যানেল মেয়ররা সিটি মেয়র এর পাশে একই টেবিলে বসেন এবং অন্য কাউন্সিলররা সামনের দুই পাশে সাড়িতে বসেন। তাছাড়া নিয়োগ ও উন্নয়ন কাজ সহ বিভিন্ন কাজে কাউন্সিলরদের তুলনায় প্যানেল মেয়ররা একটু বেশি প্রাধান্য পান। সে কারণে প্যানেল মেয়র হতে আগ্রহীরা শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করছেন।
কেসিসি সূত্র মতে প্যানেল মেয়র প্রার্থী হিসেবে আলোচিত পাঁচ কাউন্সিলর এর মধ্যে যাদের নাম প্রকাশ পাওয়া যাচ্ছে তারা হলেন বর্তমান প্যানেল মেয়র ১ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না প্যানেল ২ ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু ২৭ নং কাউন্সিলর এস এম রফি উদ্দিন আহমেদ রফিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনা ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ অন্যদিকে প্যানেল মেয়র তিন পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে চারজনের নাম তারা হলেন বর্তমান প্যানেল মেয়র ৩ ও সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া রহমান শুনু সংরক্ষিত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা খাতুন সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন পারভিন জলি এবং সংরক্ষিত ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোজী ইসলাম নদী।