যোগেশ ত্রিপুরা (রামগড় প্রতিনিধি) :-
উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি)
এর পরিচালনায়,আইন অনুযায়ী ব্রিকস ফিল্ডে ইট প্রস্তুত,ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, এর মোবাইল কোর্ট পরিচালিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ৯ডিসেম্বর শনিবার সকালে দিকে খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার পৌর এলাকা ফেনীকূলে অবস্থিত হাজেরা ব্রিকস ফিল্ড এবং বাগান টিলা নুর জাহান ব্রিকস ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে রামগড় উপজেলার ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন(ভূমি) মানস চন্দ্র দাস। এই পরিচালনা আইন অনুযায়ী হাজেরা ব্রিকস ফিল্ড এবং নুরজাহান ব্রিকস ফিল্ডে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন( নিয়ন্ত্রণ) আইন ২০১৩,এর মোবাইল কোর্ট পরিচালিত করে ভ্রাম্যমান আদালত। উক্ত ব্রিকস ফিল্ড গুলো আইনের ব্যয়্যত ঘটানোর অপরাধে ইট ভাটা দু,টিকে এবং প্রত্যেকে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করে, মোট দু,টিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আদায়কৃত জরিমানা অর্থ আগামী কার্যদিবসে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে
বলে জানান।