যোগেশ ত্রিপুরা(রামগড়)প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।২০ (মার্চ) বৃহস্পতিবার রামগড় উপজেলার পৌরসভাস্থ ০৭ নং ওয়ার্ডের নজিরটিলা এবং ০১নং রামগড় ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকাতে পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এই অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন। উপজেলার নির্বাহী অফিসার মমতা আফরিন জানা যে, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগে ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ১৫ ধারায় দুটি মামলায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।তিনি আরো উল্লেখ করে বলে যে পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।