যোগেশ ত্রিপুরা ,রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় অনুষ্ঠিত “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব।
আজ শনিবার(২৮ডিসেম্বর২০২৪ইং),র রামগড় জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ বিকাল ২ঃ০০ঘটিকায় অনুষ্ঠিত হয়।এসময় খেলার উপভোগ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি জনাব ওয়াদুদ ভূইয়া।
এই টুর্নামেন্টটি বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাস ব্যাপী আয়োজিত “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের পর্দা নেমেছে।মাসব্যাপী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট দেশের বিভিন্ন জেলা হতে ১৬ দল অংশগ্রহণ করে। আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষনা হয়।প্রথমার্ধে রামগড় সম্প্রীতি একাদশ এক শূন্য গোলে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব।এই খেলাটি নির্ধারিত সময়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।ট্রাইবেকারে লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব ৫ আর রামগড় সম্প্রীতি একাদশকে ৪ গোল ব্যবধানে পরাজিত করে। দূরন্ত লামকু পাড়া একাদশ(৫-৪) ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টটি মোহাম্মদ হানিফ মিয়া,র সঞ্চালনায় ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ টিপু,ইফতেখার হোসেন,এডিসন চাকমা ও শুভ ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, মাদক,সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন তৈরী করে।এসময় তিনি খেলাধুলায় রামগড়ের ইতিহাস এবং ঐতিহ্য গুলো তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথী,জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোহাম্মদ হাফেজ আহমেদ ভূঁইয়া,রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল,সাধারন সম্পাদক মোহাম্মদ শাফায়াত মোর্শেদ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শেফায়েত উল্ল্যাহ,পৌর বিএনপির সভাপতি মো:জসিম উদ্দীন,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সহ প্রমুখ।
খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক খোলার অনুরাগী গন উপস্থিত ছিলেন।