রামগড় প্রতিনিধিঃ-
অত্যাচারের বিরুদ্ধে, দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতনী বক্তবৃন্দরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকে।
সনাতন ধর্মাবলম্বীদের মানুষ বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে ধ্বংস করতে উদ্যত হয়, তখন সেই শক্তিকে প্রতিহত করতে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।সনাতনীদের মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের জন্মাষ্টমী পালিত হয়।আজ ১৬ আগস্ট শনিবার পরমপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী।তাই খাগড়াছড়ি রামগড়ে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিচালনা কমিটি উদ্যোগে,
শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক,অখন্ড গীতাপাঠ,অনুষ্ঠানের আয়োজন হয়েছে।বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপি সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাফায়েত মোর্শেদ ও নেতাকর্মীবৃন্দ সহ বিভিন্ন এলাকার হতে আগত সনাতনী ধর্মালম্বীরা।শোভাযাত্রাটি সকাল নয়টা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দিরে প্রাঙ্গণ আরম্ভ হয়ে গুরুত্বপূর্ন স্থান মাষ্টার পাড়া অদ্বৈতধাম আশ্রম,গর্জনতলী শ্রী বাসন্তী মন্দির,অনুকুল ঠাকুর সেবাশ্রম, বাবা লোক নাথ মন্দির,সন্দ্বীপ টিলা মহাদেব মন্দির,শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির,রাম ঠাকুর সেবাশ্রম,আনন্দ পাড়া শীতলতা মন্দিরসহ বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পূর্নরায় কেন্দ্রীয় মন্দিরে শেষ হয়।দ্বিতীয় অধিবেশন সকাল ১০.০০ ঘটিকায় অখন্ড গীতাপাঠ অনুষ্ঠিত হয়।রাত ০৮.০০ ঘটিকায় ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০.০০ ঘটিকায় জন্মাষ্টমী পূজা ও প্রসাদ বিতরণে মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে জানান।