যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-
আজ ০১ জানুয়ারি ২০২৪ইং রোজ সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহম্মদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে- বই উৎসব ও আলোচনা সভা ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।এই বই উৎসবের মাধ্যমে ২০২৩ইং কে বিদায় দিয়ে নতুন বছর ২০২৪ইং আগমনে সাথে সাথে শিক্ষার্থীর মাঝে নতুন আলোকে নতুন পাঠ্য বই বিতরণ করায় বিদ্যালয়ে কতৃপক্ষকে অভিনন্দন ও ধন্যবাদ জানান অবিভাবক বৃন্দ ।
এই বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলার নির্বাহী অফিসার মমতা আফরিন, উপস্থিত ছিলেন রামগড় উপজেলার মাধ্যমি শিক্ষা অফিসার মোহাম্মদ আবু কাওছার, ইলিয়াস, আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস, উপজেলার সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী,বিদ্যালয়ের
শিক্ষক/শিক্ষিকা,বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ সহ রামগড় রিপোর্টাস ক্লাবে প্রতিনিধি সহ শিক্ষার্থীর অবিভাবক ও প্রমূখ।
অতিথি শুরুতে উপস্থিত শিক্ষার্থী ও অবিভাবকদের ২০২৪ইং নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন – আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাই শিক্ষার কোন বিকল্প নেই।এই জন্য শিক্ষার প্রসারিত করার জন্য বিদ্যালয়ের শিক্ষকের পাশাপাশি অবিভাবকদের গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান। তিনি আরো উল্লেখ করেন শিক্ষার্থীদের পড়াশোনা পাশাপাশি খেলাধুলার বিনোদনের, প্রতিযোগিতায় অংশ গ্রহণ করানু এবং এই বিষয়ে সকলকে সহযোগিতা কামনা করেন।