ঢাকাSaturday , 11 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রামগড় উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠান বার্ষিকী পালিত

    দেশ চ্যানেল
    November 11, 2023 10:30 am
    Link Copied!

    যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি)

    খাগড়াছড়ির জেলা রামগড় উপজেলায় উৎসবমুখর পরিবেশে নানানভাবে অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে গৌরব, ঐতিহ্য, উন্নয়ন, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
    ১১নভম্বের রোজ শনিবার সকাল ১১:০০ঘটিকায় রামগড় উপজেলা আওয়ামী লীগ /যুবলীগের উদ্যোগে – রামগড় লেকের পাড়ে শহীদ মূক্তিযুদ্ধ ভার্স্কয/স্মৃতি শোধ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা শ্লোগানে ও করতালি দিয়ে কর্মসূচিতে অংশ গ্রহণ করে এবং উপজেলা স্মৃতি শোধ প্রাঙ্গণে এসে মিলিত হয়। বার্ষিকীতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ/বাংলাদেশ আওয়ামী যুবলীগের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন -রামগড় উপজেলার পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও বাংলাদেশের আওয়ামী যুবলীগের/আওয়ামী লীগের পতাকা উত্তোলন করেন – রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ০২নং পাতাছড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর হোসেন সহ রামগড় উপজেলা, ০১নং রামগড় ইউনিয়ন, ০২নং পাতাছড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সম্পাদক বৃন্দ।

    ছবি : দেশ চ্যানেল

    আনন্দ র‍্যালি উন্নয়নের শোভাযাত্রা অনুষ্ঠানটি বেলুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন- রামগড় উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারী মহোদয়।আনন্দ র‍্যালি উন্নয়নের শোভাযাত্রাটি স্মৃতি শোধ প্রাঙ্গণ থেকে ঢাক-ঢোল বাজিয়ে করতালি ও জয় ধ্বনি দিয়ে শুরু হয়ে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার স্মৃতি শোধ প্রাঙ্গণে এসে মিলিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রামগড় উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব বিশ্ব প্রদীপ কুমার কার্বারীসহ রামগড় উপজেলা শাখার বাংলাদেশ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনে সকল নেতা কর্মী বৃন্দ।
    এই সময় আরো উপস্থিত ছিলেন -,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল আলম কামাল,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মজুমদার, পৌর সভার কাউন্সিল সদস্য বৃন্দ, পাতাছড়া ও রামগড় ইউনিয়নের প্রতিনিধি সহ উপজেলা প্রেস ক্লাব রিপোর্টাস গন, বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছা সেবকলীগ,ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
    আলোচনা সভার বক্তব্য রাখেন – উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় উপজেলা শাখার
    বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মোস্তফা হোসেন , সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, পৌর সভার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ আরো বিভিন্ন নেতা-কর্মীরা।
    বক্তরা বলেন যে – জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও দেশ নেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের লক্ষ্য কাজ করে যাচ্ছে। তাই উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে দেশে স্বার্থে সবাইকে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তারা আরো উল্লেখ করেন যে বাংলাদেশের সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার উন্নয়নের দরকার।
    বাংলাদেশ আওয়ামী লীগ দেশের উন্নয়ন চাই। সরকার এখন দেশের উন্নয়ন, গৌরব, ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের এগিয়ে চলছে।তাই উন্নয়নে ধারা ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহযোগীদের একযোগে কাজ করার জন্য আহবান জানান হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST