ঢাকাSaturday , 8 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ২৮ জনকে আসামী করে মামলা।

দেশ চ্যানেল
March 8, 2025 11:39 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মামলা টি করেন উপজেলার মালিডাঙ্গা গ্রামের আ. হাই শেখের ছেলে নজমল শেখ।

মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ের মাহিদ শেখের দোকানের সামনে আসামীরা জড়ো হন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আসামী ওহিদ শেখ, বোরহান শেখ, তারিক শেখ, নুর ইসলাম, জুয়েল শেখসহ ২৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জন আসামী রাম দা, ছোরা, রড, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা করেন।

এতে মা ও ঝনঝনিয়া গ্রামের আল আমিন, আজমল শেখ, আহম শেখ, শহিদ শেখ, আশরাফ শেখ, তাহিদুল শেখ, বাবু শেখ, কালাম শেখ, শোয়েব শেখ মাহিদ শেখ ও হুসাইন ব্যাপারী গুরুতর আহত হন।

অভিযোগের বিষয়ে শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা’র কাছে জানতে চাইলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST