হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের রামপালের পেড়িখালীর ইতালি প্রবাসী ছেলে বাবুল গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোষ্ট দিয়ে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার পিতা আমজেদ গাজী পুত্রের ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর-২৭৫, তারিখ ০৬-০৩-২০২৫।
সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের আমজাদ গাজীর ছেলে দীর্ঘদিন ধরে ইতালিতে চাকুরী করে আসছেন। পিতা আমজাদ গাজী দেখতে পান যে গত ইং ০৫-০৩-২০২৫ তারিখে সকাল সাড়ে ১০ টায় CNG NEWS নামের অজ্ঞাতনামা ফেসবুক আইডি http/www.facebook.com/share/p/5TBa7yVAp দিয়ে বিভিন্ন ধরণের পোষ্ট দেয়। একাধিকবার আইডিধারীর সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ছেলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। এমতাবস্থায় ভবিষ্যৎ ছেলে বাবুলের নিরাপত্তা নিয়ে চিন্তিত ও সঙ্কায় পড়েন আমজাদ গাজী। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি জানান, আইডিধারীর একাউন্ট ঢাকা সিআইডিতে পাঠানো হচ্ছে। তাকে পাওয়া গেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।