হারুন শেখ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা |
রামপাল ইয়াবা বিক্রিকালে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার আঙ্গারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে চার জনের নামে এসআই হুসাইন আহম্মেদ মামলাটি দায়ের করেছেন।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় উপজেলার আঙ্গারিয়া গ্রামে বসে মাদক কারবারিরা মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই হুসাইন, এসআই লিটন কুমার বিশ্বাসসহ একটি পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোজীনা বেগম রুবি (৩৮), ও খুলনার বেনুবাবু রোডের বাসিন্দা মিল্টন কর্মকারের ছেলে আবির কর্মকার (২৮) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেন। ওই সময় অপর আসামি শোলাকুড়া গ্রামের মৃত প্রদীপ কুমারের ছেলে ইয়াবা বিক্রির সিন্ডিকেট প্রধান প্রদীপ দেবনাথ (৩৮) ও একই গ্রামের শেখ আশরাফ হোসেনের ছেলে ফয়সাল শেখ (৩৪) পালিয়ে যায়।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ইয়াবা ও নারী কারবারিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় আসামীদের বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।