হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এসভার উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। রামপাল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, ওয়ার্ল্ড ভিশনের রামপাল এরিয়া ম্যানেজার ফুলি সরকার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, শিউলি বাস্তা,ঈশিতা বৈরাগী, রাফায়েল রায়, প্রজেক্ট অফিসার প্রবীর সরকার,স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার পল্টন বিশ্বাসসহ গ্রাম উন্নয়ন কমিটি, শিশু সংগঠন, যুব সংগঠন, ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এসময় হ্যান্ড ওয়াশিং ডিভাস বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি উন্নত মেধাসম্পন্ন স্বাস্থ্যবান জাতি গড়ার প্রাথমিক শর্তই হলো শিশুদের জন্য সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া। ৫ বছরের কম বয়সি শিশুদের অপুষ্টি নিরসনে আমরা অঙ্গিকারবদ্ধ। এই উন্নত-সমৃদ্ধ দেশের কান্ডারি আগামী প্রজন্ম, আমাদের এই শিশুরা। আমরা যদি আগামী ৫(পাঁচ) বছরে ৫ (পাঁচ) বছরের বয়সি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পারি, তবে উন্নত-সমৃদ্ধ দেশ গঠনে কেউ আমাদের রুখতে পারবে না।