ঢাকাThursday , 24 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রামপালে কিশোর আহতের ঘটনায় মামলা হয়নি।

দেশ চ্যানেল
April 24, 2025 2:02 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের রামপালে কিশোরকে কুপিয়ে আহতের ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও থানায় মামলা হয়নি। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা রামপাল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।

উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মো. মাসুম মোল্লা লিখিত অভিযোগে জানান, তাদের সাথে প্রতিপক্ষ একই গ্রামের রেজাউল শেখ, কামরুল শেখ, আসাদ শেখ, বাঁধন ফকির, আলভি মীর, হামিম মোছাল্লি, ফরহাদ শেখ, আব্দুল্লাহ বয়াতি ও মোজাহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ইং ১৪ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫ টার সময় পার্শবর্তী বড় কাটালি ব্রীজের পূর্ব পাশ দিয়ে তার ছেলে ইব্রাহীম মোল্লা (১৭) যাচ্ছিল। ওই সময় উল্লেখিত প্রতিপক্ষ রেজাউলের হুকুমে বাঁধন ফকির ছোরা দিয়ে হত্যার উদ্যেশ্যে মাথায় কোপ দেয়। ইব্রাহীম সরে গেলে কোপ তার মুখে লাগে। এতে সে গুরুতর আহত হয়। এরপরে অন্যরা লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে আহত করে। পরে তারা ইব্রাহীমের পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু কি কারণে মামলা হচ্ছে না তা তারা বুঝতে পারছেন না। রামপাল থানার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমারের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা ঘটেছে, কিন্তু উপযুক্ত স্বাক্ষী পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের কেউ ঘটনার বিষয়ে বলতে পারছে না। যে কারণে ব্যাবস্থা নিতে বিলম্ব হচ্ছে। ভুক্তভোগীরা রামপাল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST