হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের রামপালে ছাত্র-জনতার উপর হামলা ও গুম চেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিশনে ১ শত ৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। গত ৪ আগস্ট ২০২৪ তারিখে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ছাত্র ও জনসাধারণের উপর সংঘটিত বর্বর হামলা, গুলি চালানো, দেশীয় ও মারাত্মক অস্ত্র দিয়ে নির্যাতন এবং নারীদের ৯ ঘণ্টা গুমের উদ্দেশ্যে অবরুদ্ধ করে রাখার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিশনে অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে জনৈক আহত এক ভিকটিম বাদী হয়ে মোট ১৬৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন। আসামিদের মধ্যে রয়েছেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট -৩ আসনের সাবেক এমপি হাবিবুন নাহার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান আ. রউফ, সাবেক উপজেলা সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আলী, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বাগেরহাট তৎকালিন সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত ও সাবেক রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ। মামলায় রামপালের ৯ টি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, মোংলা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান, ইপিজেডের সাবেক কর্মকর্তাসহ দুই উপজেলার আ.লীগের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ইংরেজ ৪ আগষ্টের ওইদিন দীর্ঘ ৯ ঘণ্টা রামপালের ফয়লাহাট ও ভাগা এলাকায় ছাত্র ও সাধারণ মানুষকে অবরুদ্ধ করে মারধর ও গুলি চালানো হয়। একইসাথে নারীদের গুমের উদ্দেশ্যে আটকে রাখার অভিযোগ করা হয়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার দাবিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ভিকটিম জানান, ফ্যাসিস্ট স্বৈরাচার আ.লীগ যে কোন সময় আমাদের উপর হামলা করে প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবী করেন।
(নিরাপত্তা জনিত কারণে বাদী নাম প্রকাশে আপত্তি করেন।