হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট ।।
রামপালে বখাটে রবিউল গাইন (৩০) এর বিরুদ্ধে এসএসসি পাশ ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা জিল্লুর রহমানের ,পিতা বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার রাজনগর গ্রামের জিল্লুর রহমানের এসএসসি পাশ কন্যা গত ইং ৩০ মে ভাগা যায় কম্পিউটার শিখতে। তার যাওয়া আসার পথে রবিউল প্রায়ই উত্যাক্ত করতো। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ভাগা বাজারে রওনা দেয় সুমাইয়া। ওই সময় রাজনগর থেকে রবিউলের মাতা রহিমার সহায়তায় রবিউল সুমাইয়াকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের মাতা গত ২ দিন ধরে মূর্ছা গেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিম উদ্ধারে কাজ চলছে। আশা করি শিগ্র উদ্ধার হবে।