হারুন শেখ রামপাল প্রতিনিধি।
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রামপালে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে র্যালী ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সমবায়ী রবিউল ইসলাম প্রমুখ। সভায় বিপুল সংখ্যক সমবায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুখী সমৃদ্ধি সোনার বাংলা গঠনে সমবায় সমিতির বিকল্প নেই। তাই সবাইকে সমবায় সমিতি গঠন করে বেকারত্ব সমস্যার সমাধান করার আহবান জানানো হয়।